জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মহিউদ্দিন মোল্লা। তিনি আশুগঞ্জ চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়।
এদিকে দ্বিতীয়বারের মতো জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মহিউদ্দিন মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার জনাব মো. জুলফিকার হোসেন।
এ নিয়ে অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ মাদরাসা পর্যায়ে এ অর্জন আমাকে আনন্দিত করে। আমার এই প্রাপ্তি মাদরাসার গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর। সবার সহযোগিতার ফসল আমার এ প্রাপ্তি। মাদরাসার গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীবান্ধব হওয়ায় এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

