
রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর

প্রকৃতির মনোমুগ্ধকর সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা ‘টানেল মসজিদ’। স্থাপত্যে অভিনবত্ব ও সৌন্দর্যে ভরপুর এ মসজিদ এখন কেবল নামাজের স্থানই নয়, এক অসাধারণ পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। দিনের বেলায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে মসজিদটি অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলে। আবার রাতে মসজিদের ভেতরের বাতির আলো গ্লাস ভেদ করে সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। প্রতিদিনই এই সৌন্দর্য উপভোগ করতে আসেন দূরদূরান্ত থেকে অগণিত দর্শনার্থী।
লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের এ মসজিদের নাম ‘বাইতুল মামুর মসজিদ’। তবে টানেল আকৃতির হওয়ায় সবার কাছে এটি পরিচিত ‘টানেল মসজিদ’ নামে। ভিম বা কলাম ছাড়া গম্বুজের মতো ঢালাই কাঠামোয় নির্মিত এ মসজিদ স্থাপত্যপ্রেমীদের চোখে ইতোমধ্যেই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
২০২১ সালে স্থানীয় শিল্পপতি ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। রাজধানীর একটি প্রতিষ্ঠান এর নকশা তৈরি করে। এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ হলে মসজিদটির সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রায় ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। বিম বা কলাম ছাড়াই পুরো কাঠামো তৈরি করা হয়েছে শক্ত আরসিসি ঢালাই দিয়ে। পশ্চিম ও পূর্বে দেয়ালের পরিবর্তে রয়েছে স্বচ্ছ গ্লাস, যা ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশে সহায়তা করে। দুই পাশে লম্বা জানালাও যোগ করেছে আলাদা নান্দনিকতা।
দিনের আলোয় মসজিদটির চারপাশে সবুজ প্রকৃতির মিশেল যেন মন ছুঁয়ে যায়, আর রাতে ভেতরের আলোকসজ্জা গ্লাসের দেয়াল ভেদ করে যখন বাইরে ছড়িয়ে পড়ে, তখন সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। পাশের পুকুরের পানিতে প্রতিফলিত হয় মসজিদের ছায়া, যেন এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসছে এ সৌন্দর্য উপভোগ করতে।
স্থানীয়রা জানান, আগে এখানে একটি ছোট ও জরাজীর্ণ মসজিদ ছিল। সেটি সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে নতুন, আধুনিক ও অনন্য নকশার এই টানেল মসজিদ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ চলমান থাকলেও ইতোমধ্যে এটি স্থানীয়দের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মুরাদ বলেন, আমাদের মসজিদটি সাধারণ কোনো মসজিদ নয়, এটি পুরোপুরি আলাদা নকশায় তৈরি। বুয়েট ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করা হচ্ছে। এখনো প্রায় ৪০ শতাংশ কাজ বাকি, তবুও নির্মাণের পর থেকেই মুসল্লির সংখ্যা বেড়েছে। আমরা এলাকাবাসী এটা নিয়ে গর্ববোধ করি।
সবুজ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই টানেল মসজিদ আজ লক্ষ্মীপুরের গৌরব, যেখানে প্রকৃতি ও ইবাদত একাকার হয়ে গেছে।

প্রকৃতির মনোমুগ্ধকর সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা ‘টানেল মসজিদ’। স্থাপত্যে অভিনবত্ব ও সৌন্দর্যে ভরপুর এ মসজিদ এখন কেবল নামাজের স্থানই নয়, এক অসাধারণ পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। দিনের বেলায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে মসজিদটি অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলে। আবার রাতে মসজিদের ভেতরের বাতির আলো গ্লাস ভেদ করে সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। প্রতিদিনই এই সৌন্দর্য উপভোগ করতে আসেন দূরদূরান্ত থেকে অগণিত দর্শনার্থী।
লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের এ মসজিদের নাম ‘বাইতুল মামুর মসজিদ’। তবে টানেল আকৃতির হওয়ায় সবার কাছে এটি পরিচিত ‘টানেল মসজিদ’ নামে। ভিম বা কলাম ছাড়া গম্বুজের মতো ঢালাই কাঠামোয় নির্মিত এ মসজিদ স্থাপত্যপ্রেমীদের চোখে ইতোমধ্যেই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
২০২১ সালে স্থানীয় শিল্পপতি ফরহাদ মোস্তফা চৌধুরী নেহাল নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। রাজধানীর একটি প্রতিষ্ঠান এর নকশা তৈরি করে। এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ হলে মসজিদটির সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রায় ৪০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। বিম বা কলাম ছাড়াই পুরো কাঠামো তৈরি করা হয়েছে শক্ত আরসিসি ঢালাই দিয়ে। পশ্চিম ও পূর্বে দেয়ালের পরিবর্তে রয়েছে স্বচ্ছ গ্লাস, যা ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশে সহায়তা করে। দুই পাশে লম্বা জানালাও যোগ করেছে আলাদা নান্দনিকতা।
দিনের আলোয় মসজিদটির চারপাশে সবুজ প্রকৃতির মিশেল যেন মন ছুঁয়ে যায়, আর রাতে ভেতরের আলোকসজ্জা গ্লাসের দেয়াল ভেদ করে যখন বাইরে ছড়িয়ে পড়ে, তখন সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। পাশের পুকুরের পানিতে প্রতিফলিত হয় মসজিদের ছায়া, যেন এক জীবন্ত শিল্পকর্ম। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসছে এ সৌন্দর্য উপভোগ করতে।
স্থানীয়রা জানান, আগে এখানে একটি ছোট ও জরাজীর্ণ মসজিদ ছিল। সেটি সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে নতুন, আধুনিক ও অনন্য নকশার এই টানেল মসজিদ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ চলমান থাকলেও ইতোমধ্যে এটি স্থানীয়দের গর্বের প্রতীক হয়ে উঠেছে।
মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মুরাদ বলেন, আমাদের মসজিদটি সাধারণ কোনো মসজিদ নয়, এটি পুরোপুরি আলাদা নকশায় তৈরি। বুয়েট ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করা হচ্ছে। এখনো প্রায় ৪০ শতাংশ কাজ বাকি, তবুও নির্মাণের পর থেকেই মুসল্লির সংখ্যা বেড়েছে। আমরা এলাকাবাসী এটা নিয়ে গর্ববোধ করি।
সবুজ প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই টানেল মসজিদ আজ লক্ষ্মীপুরের গৌরব, যেখানে প্রকৃতি ও ইবাদত একাকার হয়ে গেছে।

ড্রামের ভিতর থেকে উদ্ধার করা খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক (৩৫)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
৯ মিনিট আগে
২০২২ সালের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে প্রস্তাবিত এলাকার একটি বড় অংশকে দেবোত্তর সম্পত্তি হিসেবে চূড়ান্ত ঘোষণা দেন। রায়ে বলা হয়, ১৯২০ সালের একটি রেজিস্ট্রিকৃত বিক্রয় দলিলের মাধ্যমে সম্পত্তিটি চার বিগ্রহের (দেবতা) নামে হস্তান্তর করা হয়েছিল। আদালত বলে, দেবতার পক্ষে তার সেবায়েত হরলাল রায় মূল
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে গভীর রাতে একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড় হাতিশাল গ্রামে মায়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মেয়েও। এই মর্মস্পর্শী ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
২ ঘণ্টা আগে