সেন্টমার্টিন থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত শনিবার রাতে পরিচালিত অভিযানে তারা আটক হন।
রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার রাতে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক হলে সেটিকে আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা। ওই বোটে ২৭৩ জন লোক ছিল। এর মধ্যে দালাল চক্রের সদস্য রয়েছে ১০ জন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

