আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন: সালাহউদ্দিন

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

খালেদা জিয়া গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন: সালাহউদ্দিন
দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতাসালাহউদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার মৃত্যুর পরও তিনি এ দেশের মানুষের মাঝে। এমনকি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে স্থান পেয়েছেন।

বিজ্ঞাপন

এ দেশের শত সহস্র নির্যাতিত, নিপীড়িত মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তার কপালে নসিব হয়েছে। বেগম জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে তিনি তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। তার রাজনৈতিক জীবনে পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন।

সোমবার বিকাল ৪টায় রামপুর মিছবাহুর উলুম মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, বেগম জিয়া আজ আমাদের মাঝে নেই। তাকে হারানোর এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। এটি শুধু মাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, সব সময়ের জন্য। এই শোককে শক্তিতে রূপান্তর করেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...