সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, একটি মহল আসলাম চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভিত্তিহীন অপতৎপরতা চালাচ্ছে। একাধিক ফেক আইডি ব্যবহার করে প্রার্থীর নাম ও পরিচয় সংযুক্ত করে ভুয়া ‘ভোটার সম্মানী রশিদ’ ছড়িয়ে দেওয়া হলেও বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি ।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফখরুল ইসলাম বলেন, ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অপপ্রচারকারীদের শনাক্ত করতে থানার পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

