আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিচারক ছাড়াই চলছে সন্দ্বীপ আদালত, দ্বীপবাসীর সীমাহীন ভোগান্তি

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

বিচারক ছাড়াই চলছে সন্দ্বীপ আদালত, দ্বীপবাসীর সীমাহীন ভোগান্তি

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের আদালতে গত এক মাসেরও বেশি সময় ধরে বিচারক নেই। এতে করে দ্বীপের প্রায় ৫ লাখ মানুষের বিচারিক সেবা পাওয়ার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। বিচারকশূন্যতার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় একদিকে যেমন মামলার পাহাড় জমছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ বিচারপ্রার্থী ও পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন

সন্দ্বীপ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর ২০২৫ সন্দ্বীপ আদালতের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্যত্র বদলি হন। এরপর দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও ওই শূন্য পদে নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ফলে গত এক মাস ধরে সন্দ্বীপের আদালতে কোনো প্রকার জামিন শুনানি, নতুন মামলা দায়ের কিংবা মামলার রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিচারিক কার্যক্রমের এমন স্থবিরতায় স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংকটের বিষয়ে সন্দ্বীপ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুরুল আমিন বলেন, বিচ্ছিন্ন জনপদ হওয়ায় সন্দ্বীপের মানুষের জন্য চট্টগ্রাম শহরে গিয়ে আইনি সেবা নেওয়া অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বর্তমানে অনেক আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চাইলেও বিচারক না থাকায় তা সম্ভব হচ্ছে না।

সবচেয়ে বড় বিপাকে পড়েছে পুলিশ প্রশাসন। স্থানীয় আদালতে ম্যাজিস্ট্রেট না থাকায় পুলিশকে বাধ্য হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রাম জেলা সদরে যেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সন্দ্বীপ থানার একজন কর্মকর্তা জানান, হ্যান্ডকাফ পরা আসামিদের নিয়ে ছোট স্পিডবোট বা ট্রলারে করে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা আসামি পলায়নের আশঙ্কা থাকে। এছাড়া এই প্রক্রিয়ায় সময় ও সরকারি অর্থের অপচয় হচ্ছে অনেক বেশি।

ভুক্তভোগী সাধারণ মানুষের ক্ষোভও এখন চরমে। জামিন শুনানির অপেক্ষায় থাকা এক বিচারপ্রার্থীর স্বজন কামাল উদ্দিন (ছদ্মনাম) বলেন, ছোটখাটো মামলায় আমার ভাই জেল খাটছে। বিচারক থাকলে হয়তো গত সপ্তাহেই জামিন হয়ে যেত। এখন শুনানির জন্য আমাদের চট্টগ্রামে যেতে বলছে। এই আসা-যাওয়ার খরচ জোগাতেই আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।

উদ্ভূত সংকট নিরসনে সন্দ্বীপ আইনজীবী সমিতি গত ৭ ও ১১ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর রেজিস্ট্রি ডাকযোগে পৃথক চিঠি পাঠিয়েছে। চিঠির অনুলিপি আইন সচিব, জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সন্দ্বীপে বিচারক পদায়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা জজ আদালত সূত্র।

ব্রিটিশ আমল থেকে সন্দ্বীপে চৌকি আদালত প্রতিষ্ঠিত থাকলেও বর্তমানে বিচারক না থাকায় এটি একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবিলম্বে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদায়ন করা না হলে দ্বীপবাসীর এই আইনি দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় সচেতন মহল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...