মিথ্যা সংবাদের প্রতিবাদে ওসি ও সমকালের বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৯

শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বাবুল অভিযোগ করেন, ২৫ সেপ্টেম্বর সমকাল পত্রিকায় ‘পুলিশের চোখে পলাতক আসামি বিএনপি নেতার সভায় হাজির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২৩ সেপ্টেম্বর থেকে তিনি জামিনে আছেন এবং জামিনের কপি পরদিন সকালে শিবপুর মডেল থানায় জমা দিয়েছেন।

অ্যাডভোকেট বাবুল বলেন, ‘থানার ওসি আফজাল হোসাইন দায়িত্বহীনভাবে সাংবাদিককে বলেছেন আমি পলাতক। এতে আমি হতাশ। তিনি ও সমকালের প্রতিনিধি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং অনৈতিক সুবিধা নিয়ে এ সংবাদ প্রকাশ করেছেন। আমি জামিনে আছি বলেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর পূজা মণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’

তিনি আরো উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর বিলশরন এলাকায় একটি সালিশে আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে হাতাহাতির ঘটনা ঘটলেও তিনি বিষয়টি ওসিকে অবহিত করেছিলেন। তবুও ওসি অনৈতিক সুবিধা নিয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ওসির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অ্যাডভোকেট বাবুল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত