মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে টেকেরহাট ফায়ার সার্ভিস, রাজৈর থানা পুলিশ এবং মস্তফাপুর হাইওয়ে থানা যৌথভাবে উদ্ধার কাজে নামে। দুই ঘণ্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, আমরা ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরানোর কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হই।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন বলেন, গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা দ্রুত গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

