মাদারীপুরের রাজৈরের টেকেরহাট–কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় বিকেলের নীরবতা ভেঙে গেল এক ভয়াবহ সংঘর্ষে। মোটরসাইকেল আর ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি ধাক্কায় প্রাণ হারাল দুই বন্ধু—রাজন খালাসী (১৭) ও ইমন মল্লিক (১৯)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। রাতেই তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
দুজনই উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের ছেলে। রাজন সিদ্দিক খালাসীর ছেলে, ইমন হান্নান মল্লিকের। একই বয়স, একই স্বপ্ন, একই কর্মস্থল—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে খাবারের জন্য বাড়িতে আসা, তারপর আবার কাজে ফেরার পথে বিকেলে মোটরসাইকেল নিয়ে দোকানে ফেরার পথে হঠাৎ সবকিছু বদলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। রাজন ও ইমন ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাতেই গ্রামের মানুষ ভিড় করে দুই বন্ধুর বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন। গ্রামের বাতাস যেন ভারী হয়ে ওঠে শোকে—একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুকে একসঙ্গেই বিদায় দিতে হলো।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি তাঁর জানা নেই, এখনো কোনো তথ্য পাননি।

