মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় পার্টির (জিএম কাদের) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা।
যোগদানকারীরা হলেন— উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি পীরজাদা মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
যোগদানকারী উপজেলা জপার সহসভাপতি পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।
নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আজকে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

