আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে যুবদল নেতার ফেসবুকে পোস্ট

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে যুবদল নেতার ফেসবুকে পোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়ার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোষ্ট দিয়েছেন যুবদল নেতা অজয় মজুমদার।

শুক্রবার সন্ধ্যায় নিজ ফেসবুক আইডিতে অব্যাহতি চেয়ে পোস্ট দেন উপজেলার পিঞ্জরী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি অজয় মজুমদার।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমি অজয় মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যবুদল, পিঞ্জরী ইউনিয়ন শাখা। আমার বর্তমান শারীরিক অবস্থার অবনতি ও পারিবারিক কারণে আমি আমার দলীয় পদের গুরুত্ব মোতাবেক সময় দিতে ব্যর্থ হইতেছি। তাই আমি আমার পদ থেকে অব্যাহতি চাইতেছি।’

Jubodol

অজয় মজুমদার সাংবাদিকদের বলেন, আমি আগে ওষুধ কোম্পানিতে চাকরি করতাম। আবার সেই চাকরিতে যোগ দিবো যে কারণে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছি। অব্যাহতি পত্র পিঞ্জরী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদারের মাধ্যমে উপজেলা কমিটির সদস্য সচিবের কাছে পাঠিয়েছি।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মান্নান শেখকে মোবাইলে ফোন করা হলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন