স্ত্রী পালানোর পর হেলিকপটারে নববধূ ঘরে তুললেন কামাল

উপজেলা প্রতিনিধি, টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৫

জীবনের গল্প নদীর মতোই—হঠাৎ বাঁক নেয়, ভেঙে দেয় পরিচিত তীর, আবার নতুন স্রোতে ভাসায় মানুষকে। এমনই এক বাঁক ঘুরল মুন্সীগঞ্জের টংগিবাড়ীর যুবক কামাল হোসেনের জীবনে।

বিজ্ঞাপন

দেড় মাস আগে স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। সেই আঘাতকে জয় করেই সন্তানকে বুকে নিয়ে হেলিকপ্টারে বিয়ে করে আনলেন নতুন বউ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে ঘটে যাওয়া এ ঘটনা স্থানীয়দের মাঝে আলোচনার ঝড় তুলেছে।

কামালের সংসারে ছিল ভালোবাসা আর দু’সন্তান (৩ ও ৮ বছর বয়সী)। কিন্তু গত ১০ আগস্ট স্ত্রী সাথী আক্তার এক বিবাহিত যুবকের সঙ্গে পালিয়ে যান। সন্তানদের ফেলে যাওয়া ওই নারী পরে তালাকও দেন কামালকে।

পেশায় সার্ভেয়ার কামাল ভাঙনের আঘাতে ভেঙে পড়েননি। বরং নতুন করে বাঁচার শক্তি খুঁজে নিলেন। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে নিয়ে হেলিকপ্টারে চেপে বসেন তিনি। গন্তব্য নতুন শ্বশুরবাড়ি। বিস্মিত গ্রামবাসীর চোখের সামনে রাজকীয় ভঙ্গিতে নববধূকে নিয়ে ফিরলেন ঘরে।

কামাল বলেন, ‘পুরুষের কষ্ট কেউ বোঝে না। আমার অর্থনৈতিক কোনো অভাব ছিল না, তবে কাজের কারণে বাইরে থাকতে হতো। সেই সুযোগেই স্ত্রী চলে যায়। নতুন স্ত্রীর পরিবার সব জেনেই রাজি হয়েছে, সন্তানদের দায়িত্ব নিতেও তারা প্রস্তুত। তাই তাকে চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করি।’

স্থানীয়রা বলছেন, এটি শুধু একটি বিয়ে নয়, বরং জীবনের নতুন শুরু করার শক্তিশালী বার্তা। সাবেক স্ত্রীকে যেন তিনি জানিয়ে দিলেন—পুরুষের জীবনও থেমে থাকে না।

কামালের এই ব্যতিক্রমী বিয়ের কাহিনি তাই শুধু এক নববধূ ঘরে তোলার গল্প নয়; বরং প্রমাণ ভাঙনের পরও নতুন করে বাঁচা যায়, দুঃখের অন্ধকারেও খুঁজে পাওয়া যায় আলো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত