আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা- ২০ (ধামরাই) আসন

সবচেয়ে ধনী বিএনপি প্রার্থী, গাড়ি-বাড়ি নেই খেলাফত মজলিস প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

সবচেয়ে ধনী বিএনপি প্রার্থী, গাড়ি-বাড়ি নেই খেলাফত মজলিস প্রার্থীর
ঢাকা- ২০ (ধামরাই) আসনে বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন ও খেলাফত মজলিসের প্রার্থী আশরাফ আলী।

ঢাকা- ২০ (ধামরাই) আসনে সবচেয়ে ধনী বিএনপির প্রার্থী মো. তমিজ উদ্দিন। হলফনামার তথ্যানুযায়ী তমিজ উদ্দিনের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত রয়েছে ৮৫ কোটি টাকার বেশি। নগদ টাকা আছে প্রায় এক কোটি ৪৯ লাখ, স্ত্রীর কাছে আছে আরো ৪৭ লাখ টাকার বেশি।

স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ৬০ লাখ টাকার বেশি। ধামরাই ও ঢাকায় তার একাধিক ভবন আছে, যার মধ্যে ধামরাই বাজার এলাকায় একটি সাততলা ভবনের মূল্য ধরা হয়েছে ৪ কোটি টাকা এবং ঢাকার গ্রিন রোড এলাকায় তিনতলা বাড়ির মূল্য ৫ কোটি টাকা। এছাড়া ধামরাইয়ের বিজয়নগর এলাকায় দুই তলা একটি ভবনের মূল্য দেখিয়েছেন ২ কোটি টাকা। তার কৃষি জমি রয়েছে ৫০ শতাংশ আর অকৃষ জমির পরিমাণ ৬৪৯ শতাংশ।

বিজ্ঞাপন

তবে এই বিপুল সম্পদের পাশাপাশি ইসলামী ব্যাংকে তার ঋণও রয়েছে প্রায় ৮৫ কোটি টাকার মতো। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৪৮ লাখ এবং ভাড়া থেকে আয় ৪ লাখ ২৪ হাজার টাকা।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন তার স্থায়ী ঠিকানা হিসেবে ধামরাইয়ের আইংগন আর বর্তমান ঠিকানা লিখেছেন গ্রীন রোডের বাসা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি খালাস পেয়েছেন ১৫টি মামলায়। বর্তমানে তার নামে ফৌজদারি মামলা আছে চারটি। সবগুলোই বিগত সরকারের আমলে হওয়া।

তার বিবরণ অনুযায়ী, বিভিন্ন ব্যাংক ও সম্পত্তিসহ তমিজ উদ্দিনের মোট অস্থাবর সম্পত্তি আছে ৯১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার, স্ত্রীর স্থাবর সম্পত্তি আছে ৮৬ লাখ ৭০ হাজার টাকার। এছাড়া স্থাবর সম্পত্তি আছে ৫ কোটি ৬০ লাখ ৭৫ হাজার টাকার।

সম্পদে তাজউদ্দিনের পরই রয়েছেন এনসিপি ও জামায়াতের প্রার্থী। সবচেয়ে কম সম্পদের মালিক খেলাফত মজলিসের ‘দেয়ালঘড়ি’ আশরাফ আলীর।

হলফনামা অনুযায়ী, মো. আশরাফ আলীর অস্থাবর সম্পদের পরিমাণ রয়েছে প্রায় ২৬ লাখ টাকার মতো নগদ অর্থসহ মোট কয়েক লাখ টাকার আর্থিক সম্পদ এবং প্রায় ৮৫ শতাংশ জমি। শিক্ষকতা থেকেই তার মূল আয়।

গত ৩ জানুয়ারি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবীব জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত ৬ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. আশরাফ আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহছান খান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী মো. আরজু মিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...