আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ জনের হাড্ডাহাড্ডি লড়াই

ফরিদপুরে এক ইউনিয়নেই ৫ এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরে এক ইউনিয়নেই ৫ এমপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) যেন প্রার্থীর হাট বসেছে। পুরো আসনে যেখানে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী, সেখানে বোয়ালমারী উপজেলার একটি মাত্র ইউনিয়ন থেকেই উঠে এসেছেন পাঁচজন সংসদ সদস্য পদপ্রার্থী, যা নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কৌতূহল আর নানা রসালো মন্তব্য।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একে একে প্রার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আর সেই দিনই সামনে আসে চমকপ্রদ এ তথ্য।

বিজ্ঞাপন

এই পাঁচ প্রার্থীর মধ্যে রয়েছেন দুজন দলীয় ও তিনজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীরা হলেন— ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত শাহ মুহাম্মদ আবু জাফর এবং খেলাফত মজলিসের মনোনীত শরাফত হুসাইন। আর স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় আছেন ড. গোলাম কবীর, হাসিবুর রহমান অপু ঠাকুর ও মো. শাহাবুদ্দীন আহম্মদ।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...