আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠল জেলের লাশ

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠল জেলের লাশ

মানিকগঞ্জের সিংগাইর চান্দহর ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে তিন দিন পর ভেসে উঠেছে নিখোঁজ জেলের লাশ। নিহত ভজন রাজবংশী (৫৫) উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে। এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিখোঁজ হন তিনি। রোববার ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ভজন রাজবংশীর ভাই ভজো রাজবংশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ভজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজে হন। তিনি ব্লাড প্রেশারের রোগী ছিলেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শনিবার সকাল থেকেই দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে খোঁজে পায়নি।

বিজ্ঞাপন

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন