সাপের দংশনের পর হাসপাতালে

এন্টিভেনম দেয়ার মিনিট কয়েকের মধ্যেই রোগীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ১৫

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা ও ইনতাজ মৃধার ছেলে।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে রোববার সকাল সাড়ে ১১টার দিকে। খলিল মৃধা বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, খলিলকে আনার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করে নিশ্চিত হওয়া হয় যে সাপটি বিষধর। দুপুর ১টার দিকে তাকে এন্টিভেনম দেয়া হয়। তবে মিনিট কয়েকের মধ্যেই তার মৃত্যু ঘটে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, ‘রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখনই তিনি মারাত্মক অসুস্থ ছিলেন এবং বমিও করছিলেন। আমরা বিনামূল্যে তাকে এন্টিভেনম প্রদান করি। কিন্তু চিকিৎসা দেয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।’

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত