শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীপথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব ক্রমেই বৃদ্ধি পায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপদ নৌ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে মধ্যরাত থেকেই শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন আমার দেশকে বলেন, ঘন কুয়াশার কারণে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি।
তিনি আরও জানান, কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

