ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-২০ ধামরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নাজমুল হাসান অভির উদ্দ্যোগে পৌরসভার ৩নং ওয়ার্ডে বাগান বাড়ী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ দোয়া মাহফিলে সকল মুসল্লি একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে আরোগ্য কামনা করেন।
এই সময় প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নাজমুল হাসান অভি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা ধামরাইবাসী তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।
মীর আকিব আলীর তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির দোয়া মাহফিল সভায় পৌরসভার সেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

