আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ : ১০ মে ২০২৫, ১৬: ২৮

বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সামনে সমাবেশ করে।
এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি জানান।
এমএস
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com