বিএনপি নেতা আশরাফের বিরুদ্ধে ৬ মনোনয়ন প্রত্যাশী একাট্টা

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১: ৫০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একই মঞ্চে ঐক্যবদ্ধ ৬ মনোনয়ন প্রত্যাশী এক হয়ে মনোনয়ন না দিতে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ অক্টোবর) রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা এলাকার একটি কমিউনিটি সেন্টার ভবনে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন। তাকে মৌখিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছেন উপজেলা বিএনপি ও দলের এ ছয়জন মনোনয়ন প্রত্যাশী।

মঞ্চ থেকে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মনোনয়ন দেয় তাহলে রায়পুরাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় কেন্দ্রীয় নেতাদের নিতে হবে। আশরাফ উদ্দিন মনোনয়ন পেয়ে গেছেন বলে এলাকায় প্রচার করছে। আওয়ামী লীগের সাথে গোপন আঁতাতের অভিযোগও আনা হয় এই নেতার বিরুদ্ধে।

এছাড়াও বক্তারা আরও বলেন, রায়পুরা থেকে যারা মনোনয়ন চাচ্ছে তারা প্রত্যেকেই বিগত সময়ে জেল, মামলা ও হামলার শিকার হয়েছেন অথচ আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একটি মামলা নেই, তার রাজনৈতিক জীবনে এক মিনিটও জেল খাটেননি। তাই বক্তারা তাকে রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান।

বক্তারা যখন এসব বক্তব্য রাখছিলেন তখনই উপস্থিত নেতাকর্মীরা আশরাফ উদ্দিন বকুলের নাম উল্লেখ করে বারবার 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এন জামান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত