নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ হামলার সময় সন্ত্রাসীরা বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলদ গাছ কেটে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী প্রবাসী হলেন মো. জহিরুল ইসলাম লিটন। এ ঘটনায় তার স্ত্রী রণি আক্তার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী জহিরুল ইসলাম বাড়ি নির্মাণের পর থেকেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। অভিযুক্তরা হলেন— কানাই নগর গ্রামের আ. মোতালেবের ছেলে মো. হাসমত উল্লাহ (৩০) ও মো. সবুজ (২২), চর সফিকা গ্রামের আলী আক্কাছের ছেলে আউয়াল (৩০), একই গ্রামের তমু উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫), মো. জসীম, আলাউদ্দিন ও হাসানসহ আরও ১০-১২ জন।
একপর্যায়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে জহিরুল ইসলাম হাসমত উল্লাহ ও আউয়ালকে ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপরও তারা বারবার চাঁদা দাবি করতে থাকে। সর্বশেষ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে প্রবাসীর স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে লাগানো সব ফলদ গাছ কেটে ফেলে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

