
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়। টঙ্গী থেকে উদ্ধারকর্মীরা এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকাবাসী দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জয়দেবপুর স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।
পরে রিলিফ ট্রেন এসে সন্ধ্যা ৫.৫০ এর দিকে উদ্ধার করলে ট্রেনটি মহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে জয়দেবপুর থেকে মোহনগঞ্জগামী ট্রেনটি কিছু দূর অতিক্রম করার পর হঠাৎ বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকার পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হয়। টঙ্গী থেকে উদ্ধারকর্মীরা এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ট্রেনটির যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকাবাসী দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জয়দেবপুর স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়।
পরে রিলিফ ট্রেন এসে সন্ধ্যা ৫.৫০ এর দিকে উদ্ধার করলে ট্রেনটি মহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।


নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম পৌর ভবনের দোতলায় দীর্ঘ ১২ বছর যাবত বসবাস করে করছেন। ওই বাসার ফ্যান, লাইট ও এসির বিদ্যুতের বিলও দিচ্ছে পৌরসভা। অর্থাৎ পৌর নির্বাহী কর্মকর্তার বাসার বিদ্যুৎ বিলও পৌরবাসীর টাকায় চলছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ শনিবার আবার চালু হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের সুযোগ। প্রতিদিন সর্বাধিক দুই হাজার ভ্রমণপিপাসু সেখানে যাওয়ার সুযোগ পাবেন। তবে দ্বীপটিতে রাতযাপন করতে পারবেন না তারা।
২ ঘণ্টা আগে
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকেলে ছয় জন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তবে তাদের মধ্যে ৭ বছরের শিশু ইয়াসিন তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
পরীক্ষার আগে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রচারণা চালান। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করেন এবং পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
৩ ঘণ্টা আগে