আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসলাইন লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার পাঠাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন জরিনা বেগম, আলাউদ্দিন ও শিফা আক্তার ও শিশু শিমলা।

স্থানীয়রা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামের আজিম উদ্দিনের ছয়তলা ভবনের নিচতলায় আলাউদ্দিন তার মা ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকত। ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই রুমে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন।

বিজ্ঞাপন

পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত বলা যাবে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরে সোনারগাঁ থেকে একই পরিবারের চারজন দগ্ধকে আনা হয়। তাদের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন