শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আবু তাহের বেপারী (৩৬) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে ডামুড্যা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর মোহাম্মদ বেপারীর ছেলে আবু তাহের বেপারীকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডামুড্যা থানায় মামলা নম্বর ১১, তারিখ ১৫/০১/২০২৬ ইং, ধারাসমূহ ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৫০৬ এর অধীনে মামলা রুজু করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও বিশ্বাসকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে মো. লুৎফর রহমান (৫০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ছয় মাস ধরে আবু তাহের বেপারী তার একটি জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমি ফেরত দিতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাহের। চাঁদা না দিলে জমি ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি থানার দ্বারস্থ হন।
ডামুড্যা থানার উপপরিদর্শক নারায়ন সরকার বলেন, আবু তাহের বেপারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী বলেন, আবু তাহের যুবদলের সমর্থক। তবে দল আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

