ছয় বছর কর্মস্থলে নেই চিকিৎসক

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৫: ৩২

কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুশফিকুর রহমান নামে এক চিকিৎসক ছয় বছর তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মুশফিকুর রহমান ২০১৯ সালের ১৫ মে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। এর ১২ দিন পর ২৭ মে থেকে তিনি বদলির চেষ্টায় ব্যর্থ হয়ে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। কৈফিয়ত চেয়ে তার বাসার ঠিকানায় বারবার দাপ্তরিক পত্র পাঠানো হলেও সাড়া দিচ্ছেন না তিনি। পদটি 'শূন্য' ঘোষণা না হওয়ায় ওই পদে নতুন কাউকে পদায়ন করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসছেন। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন ভর্তি থাকে। অতিরিক্ত সেবাগ্রহীতাদের, যেমন প্রত্যাশিত সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

সাধারণ ভুক্তভোগীরা উক্ত সংকটের সমাধান এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের প্রশাসন ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলিয়ারচরে যোগদানের পর থেকেই রাজধানী ঢাকায় বদলির চেষ্টা করছিলেন ডা. মুশফিক। বদলির চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে কাউকে কিছু না বলে কর্মস্থল ছেড়ে চলে যান।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদনান আখতার বলেন, প্রতি মাসেই বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, প্রতি মাসের ওয়ার্কিং স্টেটমেন্টে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ওই পদটি এখনও শূন্য না হওয়ায় সেখানে অন্য চিকিৎসককে পদায়ন করা যাচ্ছে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত