বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১: ৪৪
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এক বছর আগে বাংলাদেশে যে চিত্র ছিল, আজ এক বছর পর বাংলাদেশে সেই চিত্র পাল্টে গেছে। আমাদের আরও সচেতন থাকতে হবে, আমরা বাংলাদেশে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, জেল-জুলাম-অত্যাচার, দুর্নীতিকে আমরা প্রতিহত করবো। এদেশে আমরা ন্যায় ও সুশীল সমাজের শাসন পূণঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তোলন করবো। এদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার প্রদান করবে, আমরা তাকেই স্বাগত জানাবো।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় নরসিংদী শহরের সেবা সংঘে দুর্গাপূজা পরিদর্শনকালে এসব মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঈন খান বলেন, এক বছর আগে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা মিলে সংগ্রাম করেছিলাম। তার অর্থ এই নয় যে, আমাদের সংগ্রামে এখনই শেষ হয়ে গেছে। আর আমরা যদি এমনটি মনে করি তবে সেটা হবে ভুল। আসুন আমরা অন্যায়, অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি। কেননা এগুলো বার বার ফিরে এসে আমাদের সমাজের সুশীল ও ভাল মানুষের উপর জুলুম করে থাকে।

শারদীয় পূজাকে ঘিরে তিনি বরেন, দুর্গাপুজায় শুধু উৎসব করলে হবে না, শারদীয় পূজার যে মূল বার্তা তা মানতে হবে। আমাদের মনে রাখতে হবে, অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। আর সে বার্তা দেওয়ার জন্যই প্রতিবছর শারদীয় দুর্গার আবির্ভাব হয়। আজকে নরসিংদীর এই পূজামণ্ডপে শুধু হিন্দু ভাই-বোনেরা নয়, এখানে মুসলমান ভাই বোনেরাও আনন্দের ভাগীদার হয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত