সিংগাইরে আওয়ামী লীগের ২৫ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩: ০২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা উচ্চ আদালতের ৬ মাসের জামিন শেষে মানিকগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস লিটন,

রাকিবুল হাসান রকি, এফ.এম শরিফুল ইসলাম কাজল, গিয়াসউদ্দিন, আমজাদ, কালাম, ফিরোজ কবির, আলমগীর মিয়া, মানিক মিয়া, মাসুদ শেখ, কালাম, সওকত আজগর, শরিফুল ইসলাম, জসিমউদ্দিন, মাহবুবুর রহমান খোকন, সাত্তার খান, আবুল কালাম, সায়েস্তা খান ও মনতাজ মিয়া।

পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত