আশুলিয়া থেকে বিপুল অস্ত্র গুলি উদ্ধার, গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৩: ৩৮

সাভারের আশুলিয়ায় বিপুল অস্ত্র, গুলি ও মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় গাজীরচট ও কান্দাইল এলাকা থেকে। এরপর তাদের গতকাল শুক্রবার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

জামগড়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী সহযোগীদের নিয়ে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বৃহস্পতিবার রাতে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গাজীরচটে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিও ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূইয়া, জাহিদুল ইসলাম ও মাসুমা আক্তার রিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, সাতটি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি চাপাতি ও ছুরি, একটি শটগানের বাটস্টক, একটি হকি স্টিক, তিন হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার বিদেশি মদ, দুটি ইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো—নায়ন আলী, বাবর হোসেন বাবুল ও গোলাম রাব্বি। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশি অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি (পরিদর্শক) শফিকুল ইসলাম সুমন জানান, তাদের শুক্রবার সকালে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এরপর তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। দুটি অস্ত্র আইনে ও একটি মাদক আইনে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত