আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মাটিকাটা বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির রাস্তার মাটিকাটা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

আসামীরা হলেন, নাগরপাড়া গ্রামের তারা খানের স্ত্রী রিজিয়া বেগম (৬০), ছেলে শাওন খান (২৫), শহীদ খান (৩০), সমীর খান (৩৭), সমীর খানের ছেলে সঞ্জয় খান (১৮)।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার নাগরপাড়া গ্রামের আব্দুর রউফ খানের বাড়ির রাস্তার মাটি কোদাল দিয়ে কাটতে যান আসামীরা। এসময় তার ছেলে জয় খান মাটি কাটতে বাধা দিলে আসামীরা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। জয় খানের স্ত্রী আফরোজা আক্তার ও তার ভাই ইমন খান তাকে বাঁচাতে এগিয়ে গেলে আসামীরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সদর হাসপাতালে জয় খানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঘটনার দিনই সন্ধ্যায় আফরোজা আক্তার ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

আফরোজা বলেন, কোদালের আঘাতে তার স্বামীর মাথার খুলি টুকরো হয়ে গেছে। আসামীরা উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এবং নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

আসামী রিজিয়া বেগম মির্জাপুর থানায় ৭জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। তার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, মারামারির ঘটনায় আফরোজা আক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। রিজিয়া বেগম একটি চুরির অভিযোগ দিয়েছেন। তবে তদন্ত করে তার প্রমাণ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন