ইতালিতে নিহত হয়েছেন মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা ওরফে অভি (২৩)। সেখানকার পুলিশ তার খণ্ডিত লাশ উদ্ধার করেছে। এ খবর পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে ভেঙে পড়ে পুরো পরিবার।
বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে ইতালি পুলিশ।
পরদিন (২৪ সেপ্টেম্বর) মৃত্যুর খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতের বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
নিহত সাগর বালা রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। আড়াই বছর আগে ধারদেনা করে ভাগ্য পরিবর্তনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। প্রায় দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন সাগর।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পরে বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর দুপুরে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে ইতালি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের দাবি, সাগরকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ একটি কালো ব্যাগে গোপন করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
নিহতের বাবা কুমোদ বালা জানান, ঘটনার পর থেকে ইতালি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। লাশের পাশ থেকে ছেলের ব্যবহৃত বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করা হয়েছে।

