‘আমার দেশ’ সাংবাদিকের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫: ৪৭
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ২৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘আমার দেশ’ সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের ওপর হামলা চালিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতারা। শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

জানা যায়, সম্প্রতি কোটালীপাড়া থানা পুলিশ বেল্লাল শেখ (২১) নামে এক যুবকসহ ৫ জনকে দ্রুত বিচার আইনের মামলায় ‘যুবলীগ কর্মী’ হিসেবে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। সাংবাদিক জুয়েল একটি অনলাইন পোর্টালে প্রকাশিত রিপোর্টে বেল্লালকে ‘যুবলীগ কর্মী’ হিসেবে উল্লেখ করায় যুবদল ও ছাত্রদলের নেতারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের দাবি, বেল্লাল একজন ছাত্রদল নেতা।

মারধরে গুরুতর আহত জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে।

জুয়েলের ভাই জামাল শেখ জানান, সাংবাদিকতা শুরুর আগে তিনি বিমান বাহিনীতে চাকরি করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। সেসুবাদে সুচিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে সাংবাদিক জুয়েল বলেন, ‘মামলার বরাত দিয়ে নিউজ করেছিলাম। সেই অপরাধে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনে আমাকে মারধর করা হয়েছে। এ দেশে কি সাংবাদিক নির্যাতনের বিচার হবে না?’

তিনি আরো বলেন, এ ঘটনার পর তার পরিবার ও সহকর্মীদেরও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি রাষ্ট্রের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘হামলার খবর জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা চলছে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত