চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩: ২৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে তার বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়। গত ১৯ অক্টোবর সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল।

বিজ্ঞাপন

আমির হামজা উপজেলার শুকুর হাটা গ্রামের সায়েম উদ্দীন বিশ্বাসের ছেলে ও চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

এ বিষয়ে আমির হামজার বাবা সায়েম উদ্দীন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা এ ঘটনা উদঘটনের চেষ্টা চালাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত