ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ (৩৬) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে।
সোনাপুর ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্তিতা করেন। এছাড়াও ফরহাদ যুবলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর ঘনিষ্ঠ লোক ছিলেন।
যুবলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সোহেল রানা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

