সেলিম প্রধানের নেতৃত্বে ১৮ জুলাই ঐক্যবদ্ধ রূপগঞ্জ কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জকে শান্তি ও স্বস্তির মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে ১৮ জুলাই ‘ঐক্যবদ্ধ সুনাগরিক—ঐক্যবদ্ধ রূপগঞ্জ’ স্লোগানে রোড মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সামাজিক সংঘঠন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির প্রধান সেলিম প্রধান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রূপগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সেলিম প্রধান বলেন, রূপগঞ্জ এক সময় ছিল রাজনৈতিক সচেতনতায় উদাহরণ, এখন সেখানে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ ভীত, প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। পূর্ব থেকেই আমি এই পতিত ফাসিবাদি সরকার এবং তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমানসহ তাদের অগণিত অপরাধের দোসরদের বিরুদ্ধে আমি দীর্ঘদিন একাই অবিচল সংগ্রাম করে গিয়েছি।

তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা দিয়েছে। আমরা সেই আত্মত্যাগের চেতনা নিয়ে রূপগঞ্জে একটি নতুন ঐক্যের বীজ বুনতে চাই। শান্তি, সম্প্রীতি ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ১৮ জুলাই আমরা রাস্তায় নামবো।

রূপগঞ্জে মা-মাটির সন্তান হিসেবে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় রোর্ড মার্চ ফর রূপগঞ্জ কর্মসূচি থাক দিচ্ছি। রূপগঞ্জের প্রতিটি সাহসী দেশপ্রেমিক নাগরিককে এ-ই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ অংশগ্রহণের জন্য তিনি সব শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক সংগঠন, ছাত্র-যুব সমাজ, পেশাজীবী ও প্রবাসীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত