আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে উঠে সিএনজিতে আগুন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে উঠে সিএনজিতে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে থামতে বলেন। পরে ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনূর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।’

এদিকে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলাজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক মিছিল বের হয়। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরাও। বিএনপি ও এনসিপির এসব মিছিল চলাকালেই সিদ্ধিরগঞ্জে সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...