আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেক্সিমকো গ্রুপের দখলকৃত সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

বিশেষ প্রতিনিধি

বেক্সিমকো গ্রুপের দখলকৃত সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের পাঁচটি ওয়ার্ডের জনগণের চলাচলের একমাত্র সড়কটি দখল করে রেখেছিলেন বেক্সিমকো গ্রুপ। দখল হওয়ার দীর্ঘ ছয় বছর পর তা পুনরুদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার সকালে রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো-দক্ষিণবাগ গোপালীবাড়ী এলাকার জনগণ একত্রিত হয়ে সড়কটি দখল করে এবং এর ওপর নির্মিত বেক্সিমকো কোম্পানির অবৈধ দেয়াল ভেঙে ফেলেন। এ সময় অপর একটি আবাসন কোম্পানি সী শেল গ্রুপও তাদের দখলে থাকা সড়কের জমি এলাকাবাসীকে বুঝিয়ে দেন। রাস্তা ফিরে পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬৫ সালে উপজেলার গুতিয়াবো এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত হয়। প্রায় ১৬ বছর আগে সরকারি অর্থায়নে গুতিয়াবো ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণবাগ গোপালীবাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার আধা পাকা সড়কটি নির্মিত হয়।

কিন্তু ছয় বছর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ গোপালীবাড়ী এলাকায় সড়কের প্রবেশ মুখে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে জনগণের চলাচলের পথ রোধ করে।

অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে সী শেল নামক আরেকটি আবাসন কোম্পানি সড়কের বাকি অংশ বালু দিয়ে ভরাট করে নিজেদের দখলে নিয়ে নেন।

এরপর স্থানীয়রা দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানালেও এর কোনো সুরাহা হয়নি। এমনকি এ বিষয়ে প্রতিবাদ করায় হয়রানির স্বীকার হয়েছেন অনেকেই।

তাই বাধ্য হয়ে এলাকাবাসী ভেকু, কোদাল, শাবল, হামার, হাতুরি ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে একত্রিত হয়ে বেক্সিমকোর নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। এ সময় কোনো উপায় না দেখে বাধ্য হয়ে সী শেল গ্রুপের দখলে থাকা রাস্তার জমি ছেড়ে দেয় সী শেল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বেক্সিমকো এবং সী শেল গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...