আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় নিহত ১
ছবি: আমার দেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় আবুল কাশেম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি আড়াইহাজার উপজেলায়। তিনি মামলাসংক্রান্ত কাজে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সড়কে তেলের ড্রামবোঝাই বেপরোয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-২৭২২) রাস্তায় তাকে চাপা দিলে তৎক্ষণাৎ তিনি নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আমরা লাশ উদ্ধার করেছি। যে ট্রাক চাপা দিয়েছে, তা আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...