মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৫৩

মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খালপার শহীদ রফিক চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে এই অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম লোটাসের সার্বিক সহযোগিতায় ও সদস্য সচিব মো. শামীম বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, এস এম ইকবাল হোসেন হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃতকরণে প্রচারণা সভা বিকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। এসময় জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেন, সারা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফা তৈরি করা হয়েছে, এখানে কৃষকের কথা বলা আছে শ্রমিকের কথা বলা আছে সবার ভাগ্য উন্নয়নের কথা বলা আছে, ৩১ দফা পড়ে পড়ে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়ন করা যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত