মাঠে পড়েছিল হাত-পা বাঁধা লাশ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৯: ১৫

ঢাকার ধামরাইয়ে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বুধবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভেতরের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসআই সাইফুল বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত