আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঘুষের টাকা না পেয়ে পলাশে বিআইডব্লিউটির উচ্ছেদ: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

ঘুষের টাকা না পেয়ে পলাশে বিআইডব্লিউটির উচ্ছেদ: মঈন খান

ঘোড়াশাল পলাশে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মধ্যে এখনো পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

রোববার সন্ধ্যায় সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএর অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে নদীর বালু বিক্রি করে হাজার হাজার কোটি টাকার লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? আজকে যে অন্যায়কারী কর্মকর্তারা এসেছে তাদের ঘুষ দিলে তারা হাত গুটিয়ে ফিরে যেত।

তিনি আরও বলেন, দরিদ্র মানুষদের শোষণ করা কোন দেশের আইন হতে পারেনা। তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে ১০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করেছে। এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপুরণ দিতে হবে।

এর আগে দিনব্যাপী শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছে কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ফলে দশ হাজার মানুষ পথে বসার পথে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন