থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৪

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম স্বপন।

বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৫ সালে তার বোন জামাই মোস্তফা ভুঁইয়ার মোগরাকুল এলাকায় ৩ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। মামলার কারণে বিএনপি নেতা স্বপন ও বোন জামাই মোস্তফাকে এলাকার বাইরে থাকতে হতো। স্থানীয় মোবারক হাসান ও তার ছেলে নাজমুল, মোমেন ও রনি আওয়ামী লীগের রাজনীতি করতো। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা ৩ দশমিক ২৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে নিয়ে নেয়। স্বপন ও তার বোন জামাই বেশ কয়েকবার স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালালেও তারা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের হুমকি ধামকি প্রদান করে। গত ৫ আগষ্ট সরকার পতনের পর তারা বিষয়টি স্থানীয়দের নিয়ে মিমাংসা করতে চাইলে মোবারক হোসেন ও তার ছেলেরা স্বপন ও তার বোন জামাইয়ে বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দেন। স্বপন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত