আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বেচ্ছায় যুবলীগ থেকে পদত্যাগ করলেন ওহিদুল

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর

স্বেচ্ছায় যুবলীগ থেকে পদত্যাগ করলেন ওহিদুল

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম ওহিদ পদত্যাগ করেছেন। শনিবার বেলা ১১টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়ার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের প্রভাবশালী এই যুবলীগ নেতা সাংবাদিকদের বলেন, ‘২০১৪ সালে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে মৌখিকভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করেন। যার বৈধ কোনো কাগজ আমার কাছে নেই। তাছাড়া আটঘর ইউনিয়ন যুবলীগের কোনো রেজুলেশনও নেই। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আওয়ামী যুবলীগের পদসহ সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম।’

এ সময় ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...