উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬-৭ দিন পানি না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। স্যানিটেশন, ওষুধ সেবন কিংবা দৈনন্দিন ব্যবহার—সব কিছুর জন্যই প্রয়োজনীয় পানির অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।
বাংলাদেশ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম স্থানীয় সংবাদকর্মী এমডি হিরা নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের পানির সংকট নিয়ে একটি প্রতিবাদমূলক পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রোগীরা ও রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই ভর্তি করাতে এসে দেখি পানি নেই। হাত ধোয়ার, ওষুধ খাওয়ার, এমনকি বাথরুম ব্যবহারের মতো ন্যূনতম সুবিধাটুকুও পাচ্ছি না। এটা কী আধুনিক কোনো হাসপাতালের চিত্র?
এরপরই দ্রুত সাড়া দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই হাসপাতালের পানি সরবরাহ পুনরায় চালু হয়।
স্থানীয় (নাম প্রকাশের অনিচ্ছুক) জানান, দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
সচেতন নাগরিক মহল ইউএনও’র এই দ্রুত পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেন, ‘এটি একটি প্রমাণ—যখন জনগণ, প্রশাসন এবং সামাজিক মাধ্যম একসঙ্গে কাজ করে, তখন যেকোনো সমস্যা সমাধান সময়ের ব্যাপার মাত্র।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শামীম আক্তার জানান, পানির সমস্যাটি গত ৮ জুন আমাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন মিস্ত্রির সহায়তায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এরপর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগে লিখিতভাবে জানানো হয়। তারা পরিদর্শন শেষে মাটি খুঁড়ে পাইপলাইনের সমস্যাটি চিহ্নিত করে এবং তা দ্রুত মেরামত করে। ফলে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ স্বাভাবিকভাবে চালু হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬-৭ দিন পানি না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। স্যানিটেশন, ওষুধ সেবন কিংবা দৈনন্দিন ব্যবহার—সব কিছুর জন্যই প্রয়োজনীয় পানির অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।
বাংলাদেশ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম স্থানীয় সংবাদকর্মী এমডি হিরা নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের পানির সংকট নিয়ে একটি প্রতিবাদমূলক পোস্ট দেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
রোগীরা ও রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই ভর্তি করাতে এসে দেখি পানি নেই। হাত ধোয়ার, ওষুধ খাওয়ার, এমনকি বাথরুম ব্যবহারের মতো ন্যূনতম সুবিধাটুকুও পাচ্ছি না। এটা কী আধুনিক কোনো হাসপাতালের চিত্র?
এরপরই দ্রুত সাড়া দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই হাসপাতালের পানি সরবরাহ পুনরায় চালু হয়।
স্থানীয় (নাম প্রকাশের অনিচ্ছুক) জানান, দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
সচেতন নাগরিক মহল ইউএনও’র এই দ্রুত পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেন, ‘এটি একটি প্রমাণ—যখন জনগণ, প্রশাসন এবং সামাজিক মাধ্যম একসঙ্গে কাজ করে, তখন যেকোনো সমস্যা সমাধান সময়ের ব্যাপার মাত্র।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শামীম আক্তার জানান, পানির সমস্যাটি গত ৮ জুন আমাদের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন মিস্ত্রির সহায়তায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এরপর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ইঞ্জিনিয়ারিং বিভাগে লিখিতভাবে জানানো হয়। তারা পরিদর্শন শেষে মাটি খুঁড়ে পাইপলাইনের সমস্যাটি চিহ্নিত করে এবং তা দ্রুত মেরামত করে। ফলে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ স্বাভাবিকভাবে চালু হয়েছে।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৪ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে