আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত

ফরিদপুরের মুন্সিবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
Faridpur-2

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হলে তারা সেখানে মারা যান।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন