আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহে গণপিটুনিতে চোর নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে ঝাউগড়া ইউনিয়নের রেহাই পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রিপন মিয়া (৪০)। তিনি একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা সূত্রে জানা যায়, গভীর রাতে রেহাই পলাশতলা গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিনের বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রিপন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রিপন (৪০) একই গ্রামের বুরহান উদ্দিনের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...