সিংগাইরে রাহুল হত্যার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২০: ২৮

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামের চাঞ্চল্যকর রাহুল আহমেদ খান হত্যাকাণ্ডের মূল হোতা রাজিব ওরফে রাজু (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সিংগাইর থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী সদর থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন বলে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ জে.ও.এম. তৌফিক আজম নিশ্চিত করেন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, গত সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় হানিফের ডাঙ্গার পাশে মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে রাহুল আহমেদ খানকে (১৭) রাজুসহ তার ১৮-২০ জন সহযোগী মিলে নৃশংসভাবে হত্যা করে।

হত্যাকাণ্ডের দু’দিন পর নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাজুর বাবার বাড়ি উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এস আই রেজাউল করিম-২ জানান, ঘটনার মূল নায়ক রাজুসহ মামলার এজাহারভুক্ত ৪ জন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত