মুসলমান হিসেবে ইসলামের বাইরে ভোট দেয়ার সুযোগ নেই: ফয়জুল করিম

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৮
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩০

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ‘মুসলমান হিসেবে ইসলামের বাইরে ভোট দেয়ার কোনো সুযোগ নেই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা ও নগরকান্দা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফয়জুল করিম বলেন, একজন ভোটার যদি ইসলামের বিরুদ্ধে কাউকে ভোট দেন তবে তার গুনাহ আমলনামায় লেখা হবে। আর ভালো মানুষকে ভোট দিয়ে সে ভালো কাজ করলে ভোটারের জন্য সওয়াব লেখা হবে।

তিনি বলেন, ইসলাম হলো মানবতার মুক্তির পথ। শুধু নেতা বদলালে হবে না, নীতি-আদর্শের পরিবর্তন প্রয়োজন। দেশে বারবার ক্ষমতার পালাবদল হলেও দুর্নীতি, চুরি, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের কোনো পরিবর্তন হয়নি। আগে একদল চাঁদাবাজি করতো, এখন আরেক দল করছে। আগে একদল চুরি করতো, এখন আরেক দল করছে। শুধু হাত-মুখ বদলেছে, কিন্তু চোর বদলায়নি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতী আবু জাফরসহ স্থানীয় নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত