আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রূপগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় নারী নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় নারী নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় সোনা বানু (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরপা অন্তিম কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোনা বানু যাত্রামুড়া দিঘিবরাব এলাকার সামসু মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

ভূলতা হাইওয়ে থানার ইনচার্জ মোফফাকির হোসেন জানান, নিহত সোনা বানু নাতনির সন্তান ও নাতিন জামাইকে নিয়ে ভূলতা গাউসিয়া ডিকেএমসি হাসপাতাল থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বরপা অন্তিম গার্মেন্টসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সোনা বানু অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার ভ্যান তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত কাভার ভ্যান ও চালককেও আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন