মাদারীপুরের শিবচরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০: ৩৩

ছবি: আমার দেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শিবচর থানার ওসি জরিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দুইজন ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রীজের উপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com