আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুছা বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে

স্টাফ রিপোর্টার, যশোর

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুছা বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে

মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা কমিটির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মুছা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিজ্ঞাপন

শনিবার ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে মুছা ইন্তেকাল করেন। তিনি যশোর-৫ (মণিরামপুর) আসনে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থিতার দৌড়ে ছিলেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, গত কয়েকদিন অসুস্থ অবস্থায় যশোরের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জি এম মুছা।

সুস্থ হয়ে শনিবারই তার বাড়িতে ফেরার কথা জানিয়েছিলেন চিকিৎসক। তিনি বাড়ি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে।

অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত, জিএম মুছা মণিরামপুরে বেশ জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবালের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। সামনের জাতীয় নির্বাচনেও এই দুই নেতা বিএনপির মনোনয়ন দৌড়ে ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন